শাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হলুদ সাংবাদিকতা,চাইল্ড এক্সপ্লয়েন্টেশন ও স্বাধীনতা নিয়ে কটুক্তি বিরুদ্ধে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রথম আলো’র লাইসেন্স বাতিল ও মতিউর রহমানকে গ্রেফতারের দাবি জানান তারা।
সোমবার (৪ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী কাউচার আহমেদ সোহাগ, গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আনিসুর রহমান আনাস, লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুজন বৈষ্ণব, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী লোকমান হোসেন।
শিক্ষার্থীরা বলেন, সাংবাদিকতা হল সমাজের দর্পণ। কিন্তু ইদানীং তারা প্রতিনিয়ত মিথ্যা,গুজব,বানোয়াট তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। শুধু তাই নয়, সাংবাদিকতাকে তারা ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে।
তাদের দাবি, প্রথম আলো’র সাংবাদিক মতিউর রহমানের সর্বোচ্চ শাস্তি নিশ্চায়ন ও মিথ্যা, গুজব, বানোয়াট প্ররোচনাকারী সাংবাদিকদের আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।