মাধবপুরে জাল জন্ম সনদ দিয়ে শিশুর জমির দলিল করার অভিযোগ

আবুল হাসান ফায়েজ, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে জাল জন্ম সনদ দিয়ে শিশুর জমির দলিল করার ঘটনায় আদালতে মামলা করেছে এক বিধবা নারী। বুধবার (৫ এপ্রিল) বিচারক মামলাটি আমলে নিয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) এসিল্যান্ড কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
মামলার সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান নিজের প্রভাব বিস্তার করে তার সিন্ডিকেট নিয়ে পাশের গ্রামের ৫ নং ওয়ার্ডের অসহায় বিধবা আছমা বেগমের মেয়ে শিশু ইয়াছমিন আক্তারের জাল জন্ম সনদ তৈরি করে প্রতারনা করে দলিল রেজিষ্টি করে আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজের কাছে বিক্রি করে।
এই বিষয়টি যখন আব্দুর রশিদের স্ত্রী ও তার স্বজনরা জানতে পাড়ে তখন তারা উপজেলা নির্বাহী অফিসার ও মাধবপুর থানায় লিখিত অভিযোগ করে।পরবর্তীতে আছমা বেগম বাদি হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে একটি মামলা দায়ের করেন ( মামলা নং – ৩৫৮/২২)। বিচারক মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার ( ভুমি) মাধবপুর কে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) এসিল্যান্ড মোঃ রাহাত বিন কুতুব বিষয়টি তদন্ত করে ভুয়া জন্ম সনদ ব্যবহার করার প্রমান পান। মিজানুর রহমান জমি রেজিষ্টি করতে যে জন্ম সনদ ব্যবহার করেন সেই জন্ম সনদের সিরিয়েল নং – ২০০০৩৬১৭১৭১৭৯৪ কিন্ত বাস্তবে ইউনিয়ন পরিষদের জন্ম সনদের সিরিয়েল নং ২০১০৩৬১৭১৭৭১১৬২৩০।
অসহায় আছমা বেগম জানান, মিজানুর রহমান ইউপি সদস্য ও বিএনপির নেতা হওয়ায় তার ভয়ে কেউ প্রতিবাদ করে না। আছমা বেগম প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে গুলো মিথ্যা ও ষড়যন্ত্র মুলক।