অগ্রণী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২০২১-২০২৬ বাস্তবায়নের সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল সিলেট কর্তৃক আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের হল রুমে নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক, প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছাত্র-ছাত্রীদেরকে চলমান আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক লিঃ সিলেট সার্কেলের উপ-মহাব্যাবস্থাপক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিঃ সিলেট সার্কেলের মহা-ব্যবস্থাপক মোঃ আশেক এলাহী। অগ্রণী ব্যাংক লিঃ তামাবিল শাখার অফিসার মহিউল ইসলাম মাছুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিঃ সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহা-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: আব্দুল লতিফ, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, অগ্রণী ব্যাংক লিঃ শিবগঞ্জ শাখার ম্যানেজার মো. ওলিউর রহমান, সুবিধ বাজার শাখার ম্যানেজার মো. রুবেল আহমেদ, জিন্দাবাজার শাখার ম্যানেজার মো. সামিনুর রহমান, তামাবিল শাখার ম্যানেজার আশরাফুল আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।