অগ্রণী ব্যাংক লিমিটেড তামাবিল শাখার বিদায় ও বরণ অনুষ্ঠান

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায় ও নবাগত ব্যবস্থাপককে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সম্মেলন কক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড তামাবিল (এডি) শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আলমকে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ব্যবস্থাপক মো. বেলাল হোসেনকে বরণ করা হয়।
অগ্রণী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের মহাব্যপস্থাপক মো. আশেক এলাহী। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী। তামাবিল অগ্রণী ব্যাংক শাখার অফিসার আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের উপ-মহাব্যাপস্থাপক মো. আজিজুর রহমান, তামাবিল স্থল বন্দরের উপ-পরিচালক মো. মাহফুজুল ইসলাম ভূঁইয়া, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি মনিরুজ্জামার মিন্টু, মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, ইসমাইল হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিঃ তামাবিল শাখার অফিসার মহিউল ইসলাম মাছুম।