কোম্পানীগঞ্জে জুয়া খেলার তাসসহ ১২ জুয়াড়ি আটক

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জে ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার কায়েতগাঁওয়ের মৃত মন্তাজ আলীর পুত্র ফকির মিয়া (৪০), মৃত হানিফ আলীর পুত্র রইছ মিয়া (৪৫), মৃত নুর উদ্দিনের পুত্র ইজ্জত উল্লাহ (২০), মৃত আবরু মিয়ার পুত্র আবুল কাশেম (৩৭), মৃত জমশিদ আলীর পুত্র কমর উদ্দিন (৩৮), মন্তাজ আলীর পুত্র দৌলত উর রহমান (৩৫), মহিষখেড় গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মুহিবুর রহমান (৫০), দরাকুল গ্রামের মৃত তজমুল আলীর পুত্র মঈন উদ্দিন (৪০), ভোলাগঞ্জের আনোয়ার হোসেনের পুত্র শাহানুর হোসেন (৩৬), খাগাইল গ্রামের মৃত রম্বস মিয়ার পুত্র শাদুল্লাহ (৩০), মৃত আতাউর রহমানের পুত্র ইসলাম উদ্দিন (৪০) ও রাজাপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মানিক মিয়া (৪০)।
এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর রাতে পুলিশের একটি দল খাগাইল বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড (তাস) এবং নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।