মাধবপুরের চেয়ারম্যান বাচ্চু’ চিরনিদ্রায় শায়িত

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান আজিজুল রহমান বাচ্চু (৯০) ইন্তেকাল করেছেন। শনিবার (৮ এপ্রিল) দুপুর দুই ঘটিকার সময় উপজেলার জগদীশপুর ইউনিয়ন খাটুরা গ্রামের পশ্চিম পাড়া মসজিদের প্রাঙ্গণে মরহুম আজিজুল রহমান বাচ্চু’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজা নামাজের শেষ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।মৃত্যুকালে স্ত্রী- দুই ছেলে ও সাত মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার (৭ এপ্রিল ) রাত সাড়ে ০৭ ঘটিকার সময় মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন খাটুরা গ্রামের মোঃ আজিজুল রহমান বাচ্চু বার্ধক্য জনিত (রুগের) কারণে নিজ বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, নোয়াপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি কামাল হোসেন জিতু, শাহজাহানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবুল হোসেন খান, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ খান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ নাহিদ মিয়া, ১নং ওয়ার্ড খাটুরা মেম্বার মোঃ আপন মিয়াসহ প্রমূখ।
সুশীল সমাজের প্রতিনিধি সহ, বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মী ও এলাকার স্থানীয় পাঁচ শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গরা ছিলেন। বক্তারা বক্তব্য বলেন, রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মরহুমের জানাজার নামাজ শেষে তার ছোট ছেলে তার জন্য দোয়া করেন