প্রাণ বাঁচাতে বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

দৈনিক সিলেট ডট কম
চমক দেওয়াটা একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউড ভাইজান সালমান খান। কখনও নতুন অবতারে সিনেমার পর্দায় ধরা দিচ্ছেন, তো কখনও ফিল্ম ফেয়ারের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কাঁধে। তবে এবার এসব নয়, বরং দামী বিলাসবহুল গাড়ি কিনে রীতিমতো চমকে দিলেন তিনি। এই গাড়ি শুধু যে বিলাসবহুল তা নয়, একেবারে বুলেট প্রুফ কাচ দিয়ে ঘেরা।
জানা গেছে, সম্প্রতি সালমান কিনেছেন নিশান প্যাটরোল এসইউভি। দক্ষিণ-পূর্ব এশিয়ার গাড়ি বাজারে সদ্য এসেছে এই গাড়িটি। এখন পর্যন্ত ভারতীয় বাজারে কিন্তু দেখা মেলেনি এই গাড়ির। তবে গাড়ির শৌখিন সালমান কিন্তু দেরি করলেন না। বিদেশের বাজার থেকে মুম্বাইয়ের রাস্তায় নিয়ে আসলেন এই গাড়ি।
বেশ কিছুদিন ধরেই সালমানের উপর রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। এরপরেই বলিউড ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু এক বার নয়, একাধিক বার ইমেলে এবং চিঠি মারফত অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। সেই কারণেই নিরাপত্তার ব্যাপারে কোনও আপসে যাচ্ছেন না সালমান। নতুন বুলেট প্রুফ গাড়িই এখন দাবাং খানের নতুন সঙ্গী।
এদিকে সামনেই মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কি জান’। নতুন গাড়িতে চেপেই এই সিনেমারর প্রচার করছেন সালমান।
উল্লেখ্য, সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। তাই অভিনেতার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।