বিয়ের তিন বছর পর খুশির খবর দেবেন বরুণ-নাতাশা!

দৈনিকসিলেট ডেস্ক :
ধাওয়ান পরিবারের কি শিগগির কোনো সুখবর আসছে? বলিউডপাড়ায় তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল অন্তঃসত্ত্বা এমন কানাঘুষা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তার মাঝেই গতকাল শনিবার এক গাইনির ক্লিনিক থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হলেন বরুণ-নাতাশা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, বউকে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান । মুম্বাইয়ের খারে অবস্থিত সেই ক্লিনিক থেকে ফোন কানে বের হন অভিনেতা। তার মুখের চাওড়া হাসি নজর এড়ায়নি কারও।
ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠেন স্বামী-স্ত্রী। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। নাতাশার প্রেগন্যান্সি নিয়ে এখনো কোনোরকম নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে ভক্তরা নিশ্চিত, ‘গুড নিউজ’ আসছে।
ছেলেবেলা থেকেই পরস্পরের ভালো বন্ধু বরুণ-নাতাশা। হাই-স্কুল থেকে চুটিয়ে প্রেম করেছেন দুজনে। ২০২১ সালের ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন। নাতাশার প্রতি প্রেম জাহির করতে কখনো পিছপা হন না বরুণ ধাওয়ান। এবার তাদের ভালোবাসার সংসারে আসছে নতুন অতিথি।
ডেভিড ধাওয়ানের বড় ছেলে রোহিত ধাওয়ানের দুই সন্তান রয়েছে। আরও এক খুদে অতিথির ডাক খুব শিগগিরই শোনা যাবে পরিবারে এমনটাই জল্পনা। এখন অপেক্ষা বরুণ-নাতাশার তরফ থেকে সুখবর আসার।