নিষিদ্ধ হলেন ক্রিকেটার পেসার আলী খান

দৈনিকসিলেট ডেস্ক :
ক্রিকেট বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিতি তেমন নেই বললেই চলে। সেই দলের ক্রিকেটার এবার নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। গত মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফের ম্যাচে ক্রিকেটের নীতি বহির্ভূত আচরণের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
এ নিয়ে দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় তাকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে কেবল আলী খানই নন, একইভাবে শাস্তি পেয়েছেন আরও দুই ক্রিকেটার। আলী খানের দলীয় সতীর্থ জাসদীপ সিং এবং জার্সি দলের ক্রিকেটা ইলিয়ট মাইলস নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য। একইসঙ্গে তারা একটি করে ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানার মুখে পড়েছেন।
মূলত যুক্তরাষ্ট্র ও জার্সি দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটে। সেই সময় যুক্তরাষ্ট্রের দেওয়া লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল জার্সি। ওই ম্যাচটি আলী খানের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকার কথা। কারণ ৩২ রানে তিনি তুলে নেন ৭ উইকেট। কিন্তু জার্সির নবম ও দশম উইকেট পতনের পর দু’দলের খেলোয়াড়রা উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন।
ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ২৫ রানে জয় পায়। কিন্তু শেষ উইকেটে ব্যাট করা মাইলসকে আউট করার পর তার সামনে এসে দাঁড়িয়ে যান আলী খান। কয়েক ফুট দূরত্বে থেকে তিনি মাইলসকে মাঠ ছাড়তে উদ্ধত ভঙ্গি দেখান। এরপরই দু’দলের খেলোয়াড়রা মারমুখি ভঙ্গিতে তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে আইসিসির কোড অব কন্ডাক্টের আওতায় তিনজনকে অভিযুক্ত করা হয়।
আলী খানকে শাস্তি দেওয়া হয় ২.৫ অনুচ্ছেদ অনুসারে। এর আগে দুটি পৃথক ঘটনায় তিনি তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। এছাড়া ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি পান জাসদীপ ও মাইলস।