ঘরের মাঠেই হেরে গেলো রিয়াল

দৈনিকসিলেটডেস্ক:
পুরো মৌসুমেই এমন অনিশ্চয়তায় ভরা ছিল রিয়াল মাদ্রিদের পথচলা। হুটহাট হেরে যাওয়ার কারণে লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন বহু আগেই ধূসর হয়ে গিয়েছিলো। বার্সেলোনার চেয়ে পিছিয়ে ছিলো ১২ পয়েন্ট। শনিবার রাতে সেই ব্যবধান ১৫তে উন্নীত করার পথ তৈরি করলো রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। ঘরের মাঠেই ভিয়ারিয়ালের কাছে ২-৩ গোলের ব্যবধানে হেরে গেলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অথচ, তিনদিন আগেই ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে এসেছিলো রিয়াল। স্প্যানিশ কোপা ডেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে করিম বেনজেমার দুর্দান্ত এক হ্যাটট্রিকে সেই জয় পেয়েছিলো তারা। তারও তিনদিন আগে রিয়াল ভায়াদোয়িদকে ৬-০গোলে হারিয়েছিলো রিয়াল। ওই ম্যাচেও হ্যাটট্রিক পেয়েছিলেন বেনজেমা।
সেই দলটিই কি না, ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে এভাবে হেরে গেলো! স্বপ্নেও হয়তো কল্পনা করতে পারেননি রিয়াল সমর্থকরা। আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েও হারতে হলো তাদের। শুধু তাই নয়, দুইবার এগিয়ে গিয়েছিলো রিয়াল।
এই পরাজয়ের ফলে লা লিগায় রিয়াল মাদ্রিদের অর্জন ২৮ ম্যাচ শেষে রিয়ালের অর্জন ৫৯ পয়েন্ট। ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭১। জিরোনার সঙ্গে পরের ম্যাচ জিতলেই বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান দাঁড়াবে ১৫ পয়েন্টের।
মঙ্গলবারই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে চেলসির বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদ। তার আগে এমন একটি পরাজয় অবশ্যই ক্লাব কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কোচ আনচেলত্তি স্বীকার করেছেন, ভিয়ারিয়ালের বিপক্ষে এই ম্যাচে তার দল পুরোপুরি মনযোগ দিয়ে খেলেনি।
তিনি বলেন, ‘মাঠে বল হারানোর পর সেটাকে ফিরে পাওয়া ছিল যেন আমাদের জন্য খুব কঠিন। আমরা তাদের অর্ধেই এটা জিততে চেয়েছিলাম। কিন্তু নিজেদের ভারসাম্য ঠিক রাখতে পারিনি। এ কারণেই তিনটি গোল হজম করতে হয়েছে আমাদের।’
খেলোয়াড়দের দোষ দিয়ে আনচেলত্তি বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ই নিজেদের স্বাভাবিক অবস্থার চেয়ে খুব বাজে খেলেছে। শতভাগ মোটিভেশন ধরে রাখা খুব কঠিন। বার্সেলোনার বিপক্ষে যে চেষ্টা ছিল, তার মূল্য পেয়েছি। এটাই স্বাভাবিক। কিন্তু এই পরাজয় সত্যিই কষ্ট দিয়েছে। তবে, ব্যক্তিগতভাবে কারো নামে কিছু বলতে চাই না।’
১৬তম মিনিটেই লিড নিয়েছিলো মাদ্রিদ। মার্কো আসেনসিওর একটি ক্রসকে ক্লিয়ার করতে গিয়ে ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাও তোরেস নিজেদের জালেই জড়িয়ে দেন। ম্যাচের ৩৯তম মিনিটে সমতায় ফেরে ভিয়ারিয়াল। সামু চুকউইজে ডিফেন্ডার নাচোকে কাটিয়ে নিচু শটে পরাস্ত করেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়াকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু এই লিডও ধরে রাখতে পারেনি রিয়াল। ৭০তম মিনিটে মাদ্রিদের ডিফেন্স পুরোপুরি ব্যর্থ হয়েছে হোসে লুই মোরালেসের গোল ঠেকাতে। সমতায় ফেরে ভিয়ারিয়েল। এর ১০ মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে সামু চুকউইজে এবং ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন।