এতিমদের ইফতার করালেন পলাশ

দৈনিকসিলেটডেস্ক:
‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে সবার মন করে নিয়েছেন জিয়াউল হক পলাশ। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন তিনি। তার প্রতিষ্ঠিত একটি মানবিক সংগঠন ‘ডাকবাক্স ফাউন্ডেশন’। এই সংগঠনের পক্ষ থেকে গতকাল রোববার ৪৫০ জন এতিম বাচ্চাকে ইফতার করিয়েছেন পলাশ। আর ইফতারের সকল কেনাকাটা ও রান্নাবান্না করেছেন এই অভিনেতা নিজেই।
ব্যাচেলরের ‘কাবিলা’খ্যাত এই অভিনেতা জানান, তিনি নিজেই রান্নার জন্য বাজারে গিয়ে মাংস কিনে এনেছেন। ডাকবাক্স’র বাকি সদস্যদের সহায়তায় রান্না করে ঢাকার বিভিন্ন স্থানের ৪৫০ জন শিশুকে ইফতার করিয়েছেন তারা।
পালাশের ভাষ্য, ‘আমার মানবিক সংগঠন ডাকবাক্স। এই সংগঠনের হয়ে আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। আমার এই কাজে নানা সময়ে অর্থ দিয়ে সহায়তা করেছেন কাজল আরেফিন অমি ভাই (নির্মাতা) ও পূর্ণিমা আপু (চিত্রনায়িকা)। অনেকদিন থেকেই এতিম শিশুদের ইফতার করানোর একটা পরিকল্পনা ছিল। কিছুদিন আগে, খুলনার একটি শোরুম উদ্বোধন করেছি। সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই কাজটা করেছি। এজন্য আমি আল্লাহর কাছে শুকরি জানাচ্ছি।’
পলাশ জানান, ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ কারো কাছে অর্থ সহায়তার আবেদন করে না। তবে ডাকবাক্সের কোনো কার্যক্রম শুরুর পর কেউ পাশে দাঁড়ালে তাকে সাদরে গ্রহণ করা হয়।