মাধবপুরে কাভার্ডভ্যান উল্টে প্রাণ গেল কলেজ ছাত্রের

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের কাভার্ডভ্যান টানিং নিতে গিয়ে উল্টে গেলে পথচারি কলেজ ছাত্র ফরিদ মিয়া (১৯) নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরিফ (৩০)। সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে এঘটনা ঘটে।
নিহত ফরিদ উপজেলার জগদীশপুর ইউনিয়নের জিন্নতপুর গ্রামের ফুরুক মিয়ার ছেলে ও মাধবপুর মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের এইচএসসি ছাত্র। আহত আরিফ একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সিলেটগামী ছোট কাভার্ডভ্যান (ডায়না) রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া ন- ১১ ১৭৮৯ মহাসড়কের উল্লেখিত এলাকায় টানিং নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপর তুলে দিয়ে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে পথচারী কলেজ ছাত্র ফরিদ মিয়া ও হানিফ গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়া ও হানিফকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।হানিফ মিয়াকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।দুর্ঘটনার পর কভার ভ্যানের চালক ও হেলপার পালিয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ ও গাড়িটি তাদের হেফাজতে রয়েছে।