‘সিফডিয়া’র উদ্যোগে ও হিউম্যান আপিল, ইউকে-এর অর্থায়নে চক্ষু শিবির

দৈনিকসিলেটডটকম
গন-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিফডিয়ার উদ্যোগে হিউম্যান আপিল, ইউ,কে অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতালের কারিগরী সহযোগীতায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগীপুরে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবির উদ্বোধনকালে বক্তারা বলেন, দৃষ্টিশক্তি সুরক্ষার জন্য চোখের প্রতি যতœশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে শাকসব্জি খাওয়ার ব্যাপারে অভ্যস্ত হতে হবে।
উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।
বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘সিফডিয়া’র উদ্যোগে ও হিউম্যান আপিল, ইউকে-এর অর্থায়নে চক্ষু শিবিরে প্রায় দুইশত রোগীকে দেখা হয়। পওে তাদের মধ্য থেকে ২৫জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। যাদের চোখে গুরুতর সমস্যা ছিল। পরে তাদের নির্থারিত তারিখে ভার্ড চক্ষু হাসপাতালে ফ্রি চোখের অপারেশ করা হবে।
চক্ষু শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য জাহেদ আহমদ, সিফডিয়ার সদস্য ও খুজগিপুর জামে মসজিদের মোতাওয়াল্লি হাফেজ আব্দুর রহমান নোমান, আব্দুস শহিদ, আব্দুল আজিজ জাফরান, শেখ আবু বকর সুন্নাহ, আব্দুর রকিব প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোগীদের চোখের সানি চেকআপের কাজ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে করানো হয়।