মাধবপুরে চোরাই অটোরিক্সাসহ আটক-১

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের একটি দল বাঘাসুরা থেকে চোরাই অটোরিক্সা সহ এক জন পেশাদার চোরকে আটক করেছে। আটককৃত অটোরিক্সা চোরের নাম ছায়েদ মিয়া(২৮)। ছায়েদ মিয়ার বাড়ি চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামে।তার পিতার নাম আলফি মিয়া। ছায়েদ মিয়া একটি চোরাই অটোরিক্সা বিক্রয়ের জন্য বাঘাসুরা গ্রামের বাজারে অবস্থান করছে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ। গতকাল (১২এপ্রিল) রাত ৮ টার সময় মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ছায়েদ মিয়াকে আটক ও অটোরিক্সাটি উদ্ধার করেন। আসামী ছায়েদ মিয়াকে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।অটোরিক্সাটির মালিকের খোঁজ পাওয়া যায়নি।বর্তমানে এটি থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে এসআই মানিক কুমার সাহা জানিয়েছেন।