সৌদির লক্ষ্য মেসিসহ ‘বিশেষ’ ৫০ ফুটবলার

দৈনিকসিলেটডেস্ক:
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। সেই লক্ষ্যেই আগাচ্ছে দেশটির ফুটবল। এজন্য নিজেদের লিগে ভালো মানের ফুটবলার খুঁজছে দেশটি। এরইমধ্যে আল-নাসরে ভিড়িয়েছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই মৌসুমে তাদের লক্ষ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিসহ আরও ৫০ জন ভালো মানের ফুটবলার। প্রতিবেদন গোল.কমের।
এরইমধ্যে মেসিকে দলে ভেড়ানার জন্য বাৎসরিক ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি ক্লাব আল-হিলাল। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপরই বিশ্বসেরা এই খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় আল-হিলাল।
ইএসপিএনের তথ্যমতে, ইউরোপের সেরা পাঁচ (ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি) দেশ এবং পর্তুগালের লিগ থেকে বিশেষ ৫০ পেশাদার ফুটবলারকে সই করার পরিকল্পনা করছে উপসাগরীয় এই দেশটি।
পরিকল্পনাটিতে সমর্থন আছে সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের। যেসব ফুটবলারদের চুক্তি এই মৌসুমেই শেষ হবে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সৌদি প্রো লিগে। তাই চোখ রাখা হয়েছে লুকা মদরিচ, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, এভারটনের দুই খেলোয়াড় ইয়েরি মিনা এবং আবদৌলায়ে ডুকোরের মতো খেলোয়াড়দের ওপর। যদিও এসব খেলোয়াড়রা ইউরোপেই থেকে যাওয়ার চেষ্টা করবে। তবে, চেষ্টার কোনো কমতি রাখবে না সৌদি আরব।
তবে রোনালদো-মেসির মতো বড় অঙ্কের অর্থ অন্য খেলোয়াড়দের পেছনে ঢালবে না সৌদি। কারণ, তারা চাইনিজ সুপার লিগকে অনুসরণ করছে না বলে প্রতিবেদনে জানানো হয়।