ইসলামী সমাজ বির্নিমানে সকলকে এগিয়ে আসতে হবে: এমরান আলম

দৈনিক সিলেট ডট কম
বাংলাদেশ খেলাফত সিলেট মহানগরী ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় একটি কার্যালয়ে শাখা সহ-সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত সিলেট মহানগর শাখার সাধারণসম্পাদক জননেতা আলহাজ¦ মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসেই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। তাই সকলকে মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামী সমাজ বির্নিমানে এগিয়ে আসতে হবে। তিনি বলেন দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক দীর্ঘ দুই বছর যাবৎ কারাগারে বন্দি রয়েছে। মামুনুল হক সহ সকল আলেম উলামাদের ঈদের পূর্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ঈদের পর তীব্র গণআন্দোলন গড়ে তুলা হবে।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি মো: আব্দুল খালিক, তাজ উদ্দিন, সুলতান আহমদ, আব্দুল বাসিত, পারভেজ মুল্লা প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।