পুলক রায়ের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ

দৈনিকসিলেট ডেস্ক :
সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায়ের একমাত্র সন্তান ও পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় যান সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়িস্থ তার বাড়িতে যান ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় তাঁরা পুলক রায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার একমাত্র সন্তান পূর্ণাহ’র হাতে ছাত্রদলের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এসময় সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, আব্দুস সালাম, আদনান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মোহাম্মদ জহির, জেলা ছাত্রদল নেতা সুয়েব আহমদ, মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল আলম মাহি, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের কার্যকরি সদস্য মো: কাসেম, জেলা ছাত্রদল নেতা ইয়াছিন আরফাত, মহানগর ছাত্রদল নেতা মো: তাওহিদ ইসলাম লিমন, সৈয়দ মারজান আলী, মো: ইমরান হোসেন, মো: সাজ্জাদ হোসেন, ইমরান আহমদ, তারেকুর রহমান, আল হামজা মার্শাল, ইমদাদুল হক জাহিদ প্রমুখ।