নির্ভীক সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান

দৈনিকসিলেট ডেস্ক :
প্রবাসে নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কুয়েত প্রবাসী সাংবাদিক সাদেক রিপনকে সম্মাননা স্মারক প্রদান করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির সালমিয়া অভিজাত একটি রেস্টুরেন্টে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় ও বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান মুখাই আলী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতারা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সব দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। ২০২২ সালে কুয়েত থেকে প্রবাসীরা ১৬১১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে যা ২০২০ ও ২০২১ অর্থবছরের তুলনায় অনেক বেশি। গুজবে কান না দিয়ে চলতি বছরে বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উপস্থিত কমিউনিটি নেতাদের মাধ্যমে এই বার্তা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে এবং স্থানীয় আইন মেনে চলতে অনুরোধ জানান রাষ্ট্রদূত।