কানাইঘাট সৌদি প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’র নগদ অর্থ বিতরণ

দৈনিকসিলেটডটকম
কানাইঘাট সৌদি প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে কানাইঘাটের ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের অসহায় হতদরিদ্র প্রায় ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় । ১৫ এপ্রিল শনিবার বিকালে দিঘীরপার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ । এ সময় প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন প্রবাসীরা সবসময় দেশের মানুষের কল্যানে কাজ করেন। প্রবাসে জীবনযুদ্ধে সময় অতিবাহিত করার পর দেশের মানুষের যে কোন দূর্যোগ ও উৎসবে তাদের অবদান অনস্বীকার্য্য প্রবাসী,ব্যবসায়ী ও বিত্তবানদের পাশাপাশি প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের পাশে আছেন । ইতিমধ্যে প্রধানমন্ত্রী কানাইঘাটকে ভূমিহীন ঘোষণা করেছেন । ভূমিহীনদেরকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি সহ ঘর প্রদান করেছেন । পবিত্র ইদ উল ফিতর উপলক্ষে ৩নং ইউনিয়নে প্রায় ৮ মেট্টিক টন ভিজিএফ এর চাল ও বরাদ্দ দিয়েছেন ।
৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুমিন চৌধুরী মুহিন এর সভাপতিত্বে ও ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন এর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আব্দুর রহিম, সুরতুনন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, প্রবাসী কমিউনিটি নেতা সাজু চৌধুরী,বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আব্দুল হাই, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুনিম, হারুন রশিদ চৌধুরী সহ ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।