তাহিরপুরে তাপমাত্রা সইতে না পেরে কৃষকের মৃত্যু!

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধি :
সুনামঞ্জের তাহিরপুর উপজেলায় অতিরিক্ত রোদের তাপমাত্রা সইতে না পেরে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ‘নিহত কৃষক উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মৃত মো. মিয়া বক্সের ছেলে।’
রোববার (১৬ এপ্রিল) দুপুরে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সুত্রে জানাগেছে, ‘মাটিয়ান হাওর থেকে বোর ধান কেটে মাড়াই খলায় সংরক্ষণ করায় সময় অতিরিক্ত রোদের তাপমাত্রা সহ্য করতে না পেরে মাটিতে লুয়ে পড়েন কৃষক মাসুক মিয়া। এমন অবস্থায় নিহতের পরিবারের লোকজন তাৎক্ষনিক মুহুর্তে কাউকান্দি বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গিলে তাকে মৃত ঘোষণা করা হয়।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, এই বিষয়টি শুনে আমি মর্মাহত হয়েছি, নিহত কৃষকের পরিবারের খোঁজ নেয়া হবে।