মাধবপুরে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নং-১৩/১৯এর অন্তর্ভুক্ত মাধবপুর উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কমিটির আয়োজনে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মাধবপুর পৌরসভার কাটিয়ারা গাবতলী সিএনজি স্ট্যান্ডের উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কমিটির অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরে ২০৫জন গরীব শ্রমিকদের মাঝে তৃতীয়বারের মতো সেমাই,চিনি,দুধ, যাবতীয় ঈদ সামগ্রী, ও ১৩০ জনে মাঝে জনপ্রতি সঞ্চয়ের নগদ ৯ শত টাকা বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আ.লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নে’র সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা আ. যুবলীগ সভাপতি ও শ্রমিক ইউনিয়নে’র সাধারণ সম্পাদক ফারুক পাঠান,সাংগঠনিক সম্পাদক মোঃ জজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলী, বাবুল হোসেনসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শ্রমিক ইউনিয়নে’র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।