নবীগঞ্জে বৃটিশ নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ

নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাজী জিয়া উদ্দিন (৪৫) নামে এক বৃটিশ নাগরিককে হত্যার উদ্দেশ্যে ওই গ্রামের কাজী মহি উদ্দিন চৌধুরী ও তার লোকজন কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার কাজী জিয়া উদ্দিন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে কাজী মহি উদ্দিন চৌধুরী ও তার লোকজন বৃটিশ নাগরিক কাজী জিয়া উদ্দিনকে ঘেরাও করে এবং তাকে হত্যার জন্য কাজী মহি উদ্দিন চৌধুরী তার লোকজনকে নির্দেশ দেন। মহিউদ্দিনের নির্দেশে তার লোকজন কাজী জিয়া উদ্দিনের উপড় হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। জিয়া উদ্দিনের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিয়া উদ্দিনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
আহত জিয়া উদ্দিন বলেন, মহি উদ্দিন ও তার লোকজনের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভূগতেছি তাই আইনের আশ্রয় নিয়েছি।