শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার আন্তরিক: মন্ত্রী ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, উন্নত জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই দক্ষ মানব সম্পদ উন্নয়নে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্থানীয় সকলের সহযোগিতায় ডৌবাড়ি ঘোড়াইল কলেজ একদিন অনেক দুর এগিয়ে যাবে। তাই দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ডৌবাড়ি ঘোড়াইল কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডৌবাড়ি ঘোড়াইল কলেজের সভাপতি ও সিলেট জেলা পরিষদের সদস্য সুভাস দাস’র সভাপতিত্বে ও মিসবাহ উদ্দিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পুর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য তামান্না নাজমুল হেনা, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব প্রমুখ।