হিফজুল কোরআন প্রতিযোগিতা কে হবেন সেরাদের সেরা
দৈনিকসিলেট ডেস্ক :
দেশ-বিদেশে সাড়া জাগানো পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠানটি এবার ১৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এবারের আসরে কে হতে যাচ্ছেন সেরাদের সেরা প্রতিযোগী তা জানা যাবে আজ।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বুধবার (১৯ এপ্রিল) ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কুরআনের আলোর চার প্রতিযোগীর মধ্য থেকে প্রধান প্রতিযোগীকে বাছাই করা হবে। ক্রমান্বয়ে দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করা হবে।
বিকেল সাড়ে চারটায় শুরু টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কুরআনের আলোর চার প্রতিযোগীর মধ্য থেকে প্রধান প্রতিযোগীকে বাছাই করা হবে।
এবারের সেরা চার প্রতিযোগী হলেন- মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহাম্মদ সালমান ফারসী, নেত্রকোনার জামালুল কুরআন মাদরাসার হাফেজ মুহাম্মদ ইরশাদুল ইসলাম, মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল হাফেজ ইহতেশামুল হক হীরা, নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ।
শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, আন্তর্জাতিক হাফেজ ও কারি সিলেকশন বোর্ডের হাফেজ কারি জহিরুল ইসলাম, শাইখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রথম প্রতিযোগিকে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগিকে তিন লাখ, তৃতীয় প্রতিযোগীকে দুই লাখ টাকা ও চতুর্থ প্রতিযোগিকে সান্ত্বনা পুরস্কার এক লাখ টাকা দেওয়া হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগিকে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেওয়া হয়। যার মূল্য লাখ টাকারও বেশি। এছাড়া প্রথম তিনজনের ওস্তাদদের দেওয়া হয় মোটরসাইকেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কাতারের রাষ্ট্রদূত আলী মাহদি সাইদ আল কাহতানি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, গুলশান জোনের ডেপুটি পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ, সেন্টার ফর যাকাত ম্যানেজম্যান্ট চেয়ারম্যান নিয়াজ রহিম, ইনফিনিটি মেগামলের চেয়ারম্যান মো. জুনায়েদ, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ ও এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ।
এ বিষয়ে অনুষ্ঠানটির পরিচালক সাইফুল্লাহ সাইফ বলেন, ‘প্রতিবছরের মতো দেশসেরা অনুষ্ঠান পিএইচপি কুরআনের আলো ২০২৩ অনুষ্ঠানের পনের বছর পূর্ণ করছে। রমজানজুড়ে মধুর পবিত্র কুরআন তেলওয়াত শুনেছে মানুষ। সারা দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বাছাই করে আমরা টিভি অনুষ্ঠানের জন্য ৩০ জনকে চূড়ান্ত করি। সেখান থেকে মাত্র চারজনকে বাছাই করা ছিল অনেক কঠিন কাজ। আমাদের বিচারকেরা ও এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার অক্লান্ত পরিশ্রমের ফলে ফাইনাল পর্যায়ে আসতে পেরেছি।’