রোজাদারদের মাঝে সুরমা বয়েজ ক্লাব’র ইফতার বিতরণ

দৈনিকসিলেটডটকম
পবিত্র মাহের রমজান উপলক্ষে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) উত্তর কাজীটুলা জামে মসজিদের সামনে সুরমা বয়েজ ক্লাব কলবাখানী সিলেট এর আয়োজনে ও নুরউদ্দিন শফিকুন নেছা ফাউন্ডেশনের সহযোগীতায় এই ইফতার বিতরণের আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক শাকির আহমদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন