ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ও জালাল নাহার স্মৃতি সংসদের ইফতার মাহফিল

দৈনিকসিলেটডটকম
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি এবং জালাল নাহার স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির আন্ডারগ্রাউন্ড কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটির পরিচালক সাদেক আহমদ চৌধুরী, সভাপতি সুয়েব আহমদ অভি, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার এষ, গ্রীন বাংলার পরিচালক বেলার আহমদ মুরাদ। এছাড়াও মার্কেটের ব্যবসায়ী বৃন্দরা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াছ আহমদ। এসময় জালাল নাহার স্মৃতি সংসদের পরিবারের জন্য এবং ব্যবসায়ী সহ দেশবাসীর জন্য দোয়া করা করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে সাদেক আহমদ চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।