লাখাই পুলিশের অভিযানে ৬ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে ৬ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে মুড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এবং ওসি তদন্ত চম্পক দামের নেতৃত্বে বুল্লা ইউনিয়নের মীরপুর, মকসুদপুর গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একাইট্টা, ফিকল, বল্লম, লাটি ও টেটা ইত্যাদি ।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩ঘটিকা হতে লাখাই উপজেলা মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ও বুল্লা ইউনিয়নের মীরপুর ও মকসুদপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে এ সব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ছয় শতাধিক ফিকল, টেটা ও লাঠি উদ্ধার করা হয় । এ তথ্য নিশ্চিত করে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া বলেন, আসন্ন ঈদের আনন্দ যাতে দাঙ্গায় ম্লান হয়ে না যায় সেজন্য পুলিশ সুপার এস এম মুরাদ আলির পরিকল্পনায় ও নির্দেশে এ অভিযান চালানো হয়।অভিযানে হবিগঞ্জ পুলিশ লাইন্স ও লাখাই থানার অর্ধশত পুলিশ অংশ নেয়।