মধুরাই বাজারে মাদকসহ গ্রেফতার ২, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মধুরাই বাজারে ছাতির মিয়া রেস্টুরেন্ট থেকে প্রায় ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বালাগঞ্জ থানার একদল পুলিশ এসে ছাতির মিয়া রেস্টুরেন্টে তল্লাশি চালায় এবং প্রায় ৫০০ গ্রাম পরিমাণ গাজা উদ্ধার করে।
এসময় রেস্টুরেন্টে থাকা ছাতির মিয়ার ছেলে ইনুছ মিয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। এব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমাদের কাছে তথ্য ছিল দীর্ঘ দিন থেকে রেস্টুরেন্টের আড়ালে তারা মাদকের ব্যবসা করে আসছে। এতদিন যথেষ্ট তথ্য প্রমানের অভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। বিগত ১৩/০২/২০১৭ ইং তারিখে সিয়েরা ১১ এস আই সহিদুল হক সঙ্গীয় পোর্স সহ ডিউটি চলা কালে তার কাছে খবর আসে মধুরাই বাজারে ছাতির মিয়া রেস্টুরেন্টে মাদক কেনা বেচা হচ্ছে, সাথে সাথে আমাকে বিষয়টি অবহিত করে সেখানে চলে যায়। পুলিশের উউপস্থিতি টের পেয়ে তারেক আজিজ ও ইনুছ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইনুছ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।এবং তাদের রেস্টুরেন্ট থেকে প্রায় ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে। এস আই সহিদুল হক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদ তারেক আজিজ ও ইনুছ মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। ১৪/০২/২০১৭ ইং তারিখে ভোরে মোহাম্মদ তারেক আজিজকে গ্রেফতার করতে সক্ষম হয়।তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মধুরাই বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন এই সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে যেন দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হয়।এদের জন্য যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সামাজিক অবক্ষয় রোদে তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা অত্যন্ত জরুরী ।