১৭ নং ওয়ার্ডের অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, দেশের উন্নয়ন বজায় রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর কোন বিকল্প নেই। তাই আগামীতে আবারও নৌকা মার্কায় সকলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে কাজিটুলাস্থ সোকারজুন মাঠে ১৭ নং ওয়ার্ডের অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক এর পরিচালনায় ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তারেক আহমেদ চৌধুরী, যুবলীগ কর্মী নাইম রশিদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম রশিদ চৌধুরী, সারোয়ার আহমেদ সাইফ, মাশান উদ্দিন, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম সাফায়ত, নাহিয়ান আহমদ তমাল, তাহসান কাবির, মিজান আহমেদ মাহিন, ইমদাদুল ইসলাম রিসান, ওয়াহিদুল ইসলাম সাফওয়ান, ফায়েদ আহমেদ কিবরিয়া, ফাইয়াজ আহমেদ, ফাহিম আহমেদ, আমিনুর রহমান তামিম প্রমুখ।