মাধবপুরে আধিপত্য নিয়ে ২ দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুদলের সংঘর্ষে নারী, বৃদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর মধ্যে আদম খাঁ (৫৫), আজদু মিয়া (৬৫), সমসু মিয়া (৬০), ধলাই মিয়া (৭০), কাউছার মিয়া (৩৮), রেনু মিয়া (৪০), আরিফ (২০), আশরাফ (৩৬) ও জাহেদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্ত্তী ও মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু ফিকল, লাঠিসোটা ও কুচ জব্দ করা হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে বুল্লা বাজারে ধলাই মিয়ার পক্ষের কয়েকজন যুবক ও হেলাল মেম্বারের পক্ষে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।