নবীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক আর নেই

নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি, নবীগঞ্জ জে.কে. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, নবীগঞ্জ বাজার জামে মসজিদের প্রাক্তন মোতাওয়াল্লী, হাজ্বী মোঃ আব্দুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি জয়তুন মিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৩ টা ৪৫ মিনিটে সিলেটের ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শুক্রবার(২১ এপ্রিল)নবীগঞ্জ জেকে হাই স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ,, সােবক মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী, মুজিবুর রহমান শেফু,সাইফুল জাহান চৌধুরী প্রমুখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।