ফায়ার সার্ভিসের সচেতনতা মূলক ক্যাম্পেইন ও অগ্নিনির্বাপন মহড়া

গোয়াইনঘাট প্রতিনিধি :
জনসচেতনা বাড়াতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ অফিস জোনের সম্মুখে ঘন্টাব্যাপী অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। জাফলং ট্যুরিস্ট পুলিশ এই মহড়ার আয়োজন করে।
উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ অফিস জোনে বৃহস্পতিবার বেলা ১১টায় অগ্নিনির্বাপন মহড়া শুরু হয়ে ১২টায় শেষ হয়।
জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বায়েজিৎ বোস্তামি আজ জানান, জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলায় দিনে এবং রাত্রিকালীন সময়ে বাসা বাড়িতে ও গ্যাস, সিলিন্ডারে যদি কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনাঘটে তাহলে সেটি দ্রুত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়।
তিনি জানান, মহড়ার বিষয়ে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের কাছ থেকে এ বিষয়ে সেবা (প্রশিক্ষণ) নিতে পারেন। আমরা তার ব্যবস্থা করবো। এই মহড়ায় জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ওসি রতন শেখসহ পুলিশ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, পথচারীসহ অসংখ্য মানুষ অংশ নেন।