হবিগঞ্জে টিউবওয়েল চুরির অভিযোগে শালা-দুলাভাই আটক

নুর উদ্দিন সুমন :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা মহিলা মাদ্রাসার টিউবওয়েল চুরি করে একটি ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের আজিজিয়া মহিলা মাদ্রাসায় এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন: হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া (কলিম নগর) এলাকার জিতু মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮), ও তার শ্যালক বিরামচর এলাকার আলফু মিয়ার ছেলে ওস্তার মিয়া (২৫)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ইন্সপেক্টর তদন্ত) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার টিউবওয়েল চুরি করে একটি ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজনের সহযোগিতায় শালা দুলাভাইকে আটক করা হয় । এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই দুই চোরকে থানায় আনা হয়। এ ঘটনায় মাদ্রাসার নিরাপত্তা পহরি মর্তুজ আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে দায়েরকৃত মামলায় শুক্রবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয় এবং চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করা হয়েছে।
এছাড়াও এর আগে দাউদনগর বাজারে আরেক ব্যবসায়ীর পানির ট্যাংকি চুরির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, সম্পর্কে দুজন শালা–দুলাভাই এভাবে বিভিন্ন স্থানে ঘুরে টিউবওয়েল, পানির ট্যাংকি, বিভিন্ন লোহার পণ্য চুরি করেন।