নবীগঞ্জের বিক্রয় প্রতিনিধির মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার

নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শহরের উত্তর শ্যামলীর একটি ফ্লাট বাসা থেকে রিগান আহমেদ (৩৫) নামের এক বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সদর থানা পুলিশ ঘটনস্থলে গিয়ে তালাবদ্ধ রোম থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার সালামতপুর গ্রামের বাসিন্দা সোহাগ হবিগঞ্জ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সেলসম্যান ছিলেন। ওই এলাকায় একটি ভাড়া বাসায় মাকে নিয়ে বসবাস করতেন। গত ২৫ এপ্রিল রাতে তার ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে তিনি কক্ষ থেকে বের হননি।পুলিশ আরও জানায়, গতকাল ওই ক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ করে দরজা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। তবে লাশের মুখে রক্ত থাকায় সন্দেহ সৃষ্টি হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাদেকুল ইসলাম, ওসি গোলাম মর্তুজা, এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্ট্রোক করে মারা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।