পুরো রেস্তোরাঁ ভাড়া করে প্রেমিকাকে নিয়ে ফুটবলারের উদযাপন

দৈনিকসিলেট ডেস্ক :
উদীয়মান ফুটবলার আলেহান্দ্রো গারনাচোকে নিয়ে রীতিমত টানাটানি করছিল আর্জেন্টিনা ও স্পেন। তবে মায়ের দেশ আর্জেন্টিনাকে বেছে নেন গারনাচো। আন্তর্জাতিক ফুটবলে যার এত কদর, তাকে হাতছাড়া করতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেডও। গারনাচোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রেড ডেভিলরা। আর খুশির মুহূর্ত উদযাপন করতে গোটা রেস্তোরাঁ ভাড়া করে ফেলেন গারনাচো। আনন্দঘন মুহূর্তে গারনাচোর সঙ্গী ছিলেন তার প্রেমিকা ইভা গার্সিয়া। খবরটি দিয়েছে বৃটিশ দৈনিক দ্য সান।
২০২০ সালে আলেহান্দ্রো গারনাচোকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ সালে ইউনাইটেডকে যুব কাপ জেতাতে বড় অবদান রাখেন আর্জেন্টাইন তারকা। নিজে জেতেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। যুব দলে ছন্দ দেখিয়ে ম্যানইউর মূল দলে জায়গা করে নেন গারনাচো।
১৮ বছর বয়সী এই উইঙ্গারের সঙ্গে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে। গারনাচোর সঙ্গে আগে ইউনাইটেডের চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত।
দ্য সান জানিয়েছে, চেশায়ারের একটি রেস্তোরাঁয় ম্যানইউর সঙ্গে ‘কনট্রাক্ট রিনিউয়াল’ উদযাপন করেন গারনাচো। গোটা রেস্টুরেন্ট ভাড়া নিয়ে নেন তিনি। আনন্দঘন মুহূর্তে গারনাচোর সঙ্গী ছিলেন তার প্রেমিকা ইভা গার্সিয়া। গারনাচোর পরিবারের সদস্যদেরও দেখা গিয়েছে সেখানে। সানের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে চেশায়ার শহরের একটি লাক্সারিয়াস রেস্টুরেন্টের সামনে নিজের মার্সিডিজ বেঞ্জ গাড়ি থেকে নামতে দেখা যায় গারনাচোকে। এসময় বিখ্যাত ব্র্যান্ড লুই ভিঁতোর টি-শার্ট এবং ম্যাচ করে ট্রাউজার পরা ছিলেন। গারনাচোর সঙ্গে তার প্রেমিকা ইভা গার্সিয়াকেও দেখা যায়। ২০২১ সাল থেকে ইংল্যান্ডের এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে প্রেম করছেন গারনাচো।