জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৪ জন

জামালগঞ্জ প্রতিনিধি :
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
রোববার সকাল থেকে উপজেলার সবকটি কেন্দ্রে এসএসসি ও দাখিলসহ মোট ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এতে প্রথম দিনে অনুপস্থিত ২৪ জন। তবে কি কারণে এই অনুপস্থিত তা এখনো জানা যায়নি। অন্যরা বেশ স্বাচ্ছন্দ্য ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। সকাল থেকেই পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত দেব, সহকারী কমিশনার ভূমি তনুকা ভৌমিক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিতসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জামালগঞ্জ উপজেলায় এসএসসিতে বিভিন্ন স্কুল থেকে ১ হাজার ৭ ও দাখিল মাদ্রাসা থেকে ২২৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথম দিনে পরীক্ষায় বিভিন্ন স্কুলের ১০ জন ও মাদ্রাসার ১৪ জনসহ মোট ২৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিক্ষা গ্রহন হয়েছে। তবে কিছু সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কি কারনে তারা পরিক্ষায় অংশগ্রহণ করেনি সে ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনকে খোঁজ নিতে বলা হয়েছে।