বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির জরুরী সভা

দৈনিকসিলেটডটকম
১লা মে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এই জরুরী সভার আয়োজন করা হয়। জরুরী সভায় সবার সম্মতিক্রমে দীন বন্ধু পালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং আগামীকাল মহান মে দিবস পালনের যথাযথ উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকন্দর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল্লাহ খোকন, হিমাংশু মিত্র, জেলা সদস্য কাজী আলফাছ, আলমগীর হোসেন রুমেল, অজিত দেবনাথ, প্রসাদ চৌধুরী ও সারথী উড়াও প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন