চুনারুঘাটে গাজাঁ পাচারকালে দুই কারবারি আটক

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
জেলার চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটকৃতরা হলেন- দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা-বাগানের আপার লাইন এলাকার ব্রিজাল মুন্ডার পুত্র প্রান্ত মুন্ডা(২৫), একই ইউনিয়নের চানপুর ধর্মধর তাঁতীর পুত্র চন্দ্র ধর তাঁতী(৪০)।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক জানান, সোমবার (১ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক এসআই জাকির হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম সহ একদল পুলিশ উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের সাওতাল লাইনের ২নং সেকশনের খেলার মাঠের পশ্চিম কোণে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় প্রান্ত মুন্ডাকে আটক করা হয়। এসময় তার হেফাজ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে । এছাড়া একই সময়ে উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রফিকুল ইসলাম ও এসআই ছদরুল আমিনসহ একদল পুলিশ দেওর গাছ ইউনিয়নের চানপুর এলাকার চন্দ্র ধর তাঁতী কে দুই কেজি গাঁজা সহ আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি মোঃ রাশেদুল হক জানান। প্রসঙ্গত: চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড় ও মাদকদ্রব্য জব্দ করা হয়। তবুও থামছেনা মাদক । সন্ধ্যা নামলেই উপজেলার বিভিন্ন চা বাগানের নির্জন স্থান দিয়ে মাদক পাচার হচ্ছে । মাদকের ডিলারগণ চা-শ্রমিকদের লোভনীয় অফার দিয়ে তাদের মাধ্যমে মাদক পাচার করে আসছে । মাঝে মধ্যে মাদক বহন কারীরা ধরা পড়লেও আড়ালে থেকে যায় মাদকের গড ফাদারগণ। তবে চা বাগান ও সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নানাভাবে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে বলে জানা গেছে।