জামালগঞ্জে মে দিবসে র্যালী ও আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি:
শ্রমিক মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জামালগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার অটোরিকশা স্ট্যান্ড থেকে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভারভিউ পার্কের সামনে এসে শেষ হয়। র্যালীতে জামালগঞ্জ অটো রিকশা মালিক শ্রমিক কল্যান সংস্থা, ইজিবাইক সমিতি, বাংলাদেশ মটরবাইক শ্রমীকলীগ ও মান্নানঘাট ইজিবাইক সমিতি অংশগ্রহণ করেন। জামালগঞ্জ রিভারভিউ পার্কের সামনে শ্রমিক কল্যান ঐক্য পরিষদের সভাপতি নূরে আলম ফরায়েজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মটরবাইক শ্রমীকলীগের উপজেলার সহসভাপতি মোশাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ইজিবাইক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, মান্নানঘাট ইজিবাইক সমিতির সভাপতি মো. মন্টু মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।