মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ আটক ১

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোর রাতে সাড়ে ৪ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা সাকিনস্থ জনৈক ধীরেন্দ্র সরকারের জমিতে ৯ থেকে ১০ জন ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দৌড়ের পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন একজন ডাকাতে আটক করে এবং ঘটনাস্থল থেকে ৮ থেকে ৯ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় নিয়োজিত টহল পুলিশের এসআই মানিক কুমার সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে গ্রেফতার করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আল আমিন মিয়া (৩০) সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বরগ গ্রামের মোঃ দুলাল মিয়া ছেলে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আসামী বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়েছে,