শাহ-আরফিে টিলা কেটে পাথর উত্তোলন: ১ জনের কারাদন্ড, ৩টি ট্রলি ধ্বংস

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলার শাহ আরফিন টিলায় টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে পরিবেশ অধিদপ্তর ১ জনকে আটক পূর্বক মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বুধবার (৩ মে) মোবাইল কোর্ট পরিচালনা করেন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিলেট বিভাগীয় কার্যালয় ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
এসময় অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকালে ৩টি ট্রলি ধ্বংস করা হয়।
দন্ডপ্রাপ্ত পাভেল আহমেদ (২৭) কোম্পানিগঞ্জে ছনবাড়ী গ্রামের ওরমত উল্লাহ ছেলে।
এসময় কোম্পানিগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘণ করে টিলা কর্তণপূর্বক পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত আদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক উপস্থিত ছিলেন।
শাহ আরফিন টিলার পরিবেশ রক্ষায় টিলা কর্তণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।