চুনারুঘাটে রান্না ঘর থেকে বিদেশি মদ উদ্ধার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকার গাজিপুর ইউনিয়নের কাটানিপাড় একটি রান্নাঘর থেকে ভারতীয় ৭ বোতল মদ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ । বুধবার (৩ মে) এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাড়ির মালিক তুহিন মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার উপপরিদর্শক মো: জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজিপুর কাটানিপাড় তুহিন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তুহিন খানের বসত ঘরের রান্নার কক্ষের পশ্চিম কোণে মজুদ রাখা ভারতীয় ৭ বোতল সিগনেচার উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ঘরের মালিক তুহিন পালিয়ে যায়। তুহিন ওই এলাকার মৃত আব্দুর রাজাকের পুত্র। ওসি রাশেদুল হক বলেন , রান্নাঘরে অভিযানের পর ঘরের মালিক তুহিন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।র