কবে আসছে শাহরুখের ছবি

দৈনিকসিলেডেস্ক
পিছিয়ে গেল শাহরুখের পরবর্তী ছবি জওয়ানের মুক্তির দিন। দীর্ঘ চার বছর পর এই বছর কিং খানের একসঙ্গে তিনটি ছবি নিয়ে ফেরার কথা ছিল। ইতিমধ্যেই তাঁর কামব্যাক ফিল্ম পাঠান বক্স অফিসে ঝড় তুলেছে। ভারেত শাহরুখের এই ছবি ৫১২ কোটি টাকার ব্যবসা করেছে। ভেঙেছে একাধিক রেকর্ড। বিশ্বজুড়ে নজরকাড়া আয় করেছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি। এমনকি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা আছে এই ছবির। দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে তাঁর সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল। এমন অবস্থায় পাঠান ভক্তরা মুখিয়ে আছে তাঁর পরবর্তী ছবির জন্য। কিন্তু একি! দর্শকদের অপেক্ষা, কষ্ট দুই বাড়িয়েই পিছিয়ে গেল এই ছবির মুক্তির দিন।
জওয়ান ছবিটির ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন এই ছবি মুক্তি পাচ্ছে না। শীঘ্রই এই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এই ছবির এক ঘনিষ্ট ব্যক্তি জানিয়েছেন, ‘জওয়ান ২ জুন মুক্তি পাচ্ছে না। এই ছবির ভিজ্যুয়াল এফেক্ট শেষ করা জন্য ছবির টিমের আরও কিছু সময় লাগবে। তাড়াহুড়ো করে নিম্নমানের কাজের বদলে তাঁরা সময় নিয়ে দেশের অন্যতম সেরা ভিজ্যুয়াল এফেক্ট যুক্ত ছবি আনতে চাইছেন।’
তিনি আরও জানিয়েছেন এই ছবির যে ভিএফএক্স টিম আছেন তাঁরা দিন রাত এক করে সেই কাজ করে চলেছেন। কিন্তু তবুও প্রত্যাশিত সময়ের থেকে বেশি সময় লাগছে এই ছবি কাজ শেষ করতে।
রেড চিলিজ প্রোডাকশন সহ একাধিক গ্লোবাল কোম্পানি এই ছবির হয়ে ভিএফএক্স কাজ করছেন। এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে এই ছবিটি ২৮ জুন মুক্তি পেতে পারে। তবে এখনই কোনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। এছাড়া রেড চিলিজ প্রোডাকশনের তরফে আরও দুটো ডেট নিয়ে আলোচনা চলছে বলেই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আগস্টের ১১ বা ২৫ তারিখ মুক্তি পেতে পারে এই ছবি।
যদি এই ছবি ২৯ জুন মুক্তি পায় তাহলে সেক্ষেত্রে এটার সঙ্গে টক্কর হবে সত্যপ্রেম কী কথা ছবিটির। অন্যদিকে ১১ আগস্ট রণবীর কাপুরের অ্যানিমেল, সানি দেওলের গদর ২, বিবেক অগ্নিহোত্রীর ভ্যাকসিন ওয়ার মুক্তি পাওয়ার কথা আছে। ২৫ আগস্ট আবার ড্রিম গার্ল ২, রাওলার মুক্তির কথা আছে।
ফলে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে এখন দিক বিবেচনা করা হচ্ছে আগামী মুক্তির দিন ঘোষণা করার আগে।