পবিত্র নগরীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হাতপাখায় ভোট দিন: মাওলানা ইউনুছ আহমদ

দৈনিকসিলেটডটকম
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, সিলেট নগরীকে সুন্দর করে সাজাতে হবে। পবিত্রতা রক্ষা করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা দূর করতে হবে। দুর্নীতি সন্ত্রাস চুরি দূর করে শাহজালাল রহ এর পবিত্র নগরীর পবিত্রতা রক্ষা করতে হবে। এজন্য সৎ যোগ্য মেধাবী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে মেয়র নির্বাচিত করুন।
তিনি শুক্রবার শুক্রবার বিকাল তিনটায় নগরীর কারিমিয়া মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংগঠন মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল এল বি।
সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মদ আলী হায়দার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক প্রমুখ।