হবিগঞ্জে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু ছায়েদ (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কাজিশাইল গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার ভোর রাতে গোপন সংবাদে ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্র জানা যায়, আবু ছায়েদ চিহিৃত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে ২০১৫ সালে মামলা হয় । সেই মামলায় হবিগঞ্জের যুগ্ন জেলা জজ আদালতের বিচারক তাকে ৩ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । কিন্তু সাজা হওয়ার পর থেকেই আবু ছায়েদ আত্মগোপনে থাকে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, গ্রেপ্তার আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আদালত তাকে সাজার আদেশ দিলে সে পলাতক ছিল। শনিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।