নির্বাচনীয় এলাকায় আসছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি নির্বাচনী এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন। তিনি নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে যাচ্ছেন।
শনিবার (৬ মে) রাতে মাধবপুরে রাত্রিযাপন করবেন।
মাধবপুর-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামীকাল রবিবার (০৭ মে) রামগঙ্গা সেতু উদ্বোধন, শানখলা ইউনিয়নে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন