ভারতকে ‘ধুয়ে দিলেন’ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দৈনিকসিলেডেস্ক
প্রতিবেশী ভারতকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, সমাধানের বদলে ভারত সন্ত্রাসকে ইসলাম বিদ্বেষ ছড়ানো এবং হিন্দু শ্রেষ্ঠত্ববাদকে উস্কে দেওয়ার কাজে ব্যবহার করছে। খবর বিবিসির।
এ ছাড়া বিলওয়াল আন্ত-সীমান্ত সন্ত্রাস সমাধানে ভারতের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিলওয়াল বলেন, সন্ত্রাস সমাধানের চেয়ে ভারত সরকার সন্ত্রাসকে তাদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাচ্ছে।
ভারতের গোয়ায় এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের এক ফাঁকে বিবিসির ভিনিত খারের সাথে এক সাক্ষাৎকারে বিলওয়াল ভুট্টো গতকাল শনিবার এসব কথা বলেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সন্ত্রাসকে কাজে লাগিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো এবং হিন্দু শ্রেষ্ঠত্ববাদকে উস্কে দিয়ে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল পুরনো এবং অকেজো হয়ে পড়েছে।
তিনি বলেন, আমরা যদি সত্যিই সন্ত্রাস বন্ধ করতে চাই তাহলে অনর্থক বাগাড়ম্বর বাদ দিয়ে সত্যিকারের উদ্বেগ নিয়ে কথা বলতে হবে। ভারতের উদ্বেগকে আমরা গুরুত্ব দেই। এ ব্যাপারে পাকিস্তানের নিজেদেরও অনেক উদ্বেগ রয়েছে।
দিল্লিতে বিবিসির সাংবাদিক ভিনিত খারে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, যখনই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে মীমাংসা আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়, তখনই কেন এ ধরণের সন্ত্রাসী ঘটনা ঘটে? সেই প্রশ্নের উত্তরেই বিলওয়াল এসব মন্তব্য করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসের মস্ত বড় শিকার। এসসিও জোটভুক্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানে সবচেয়ে বেশি লোক মারা গেছে। ব্যক্তিগতভাবে আমি নিজেই সন্ত্রাসের শিকার।
প্রায় ১২ বছর পর এই প্রথম পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারত গেছেন। তবে এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা ভারত সরকারের অন্য কোনো মন্ত্রী বা কর্মকর্তার সাথে ভুট্টোর দ্বিপাক্ষিক কোনও বৈঠক হয়নি।