হেরোইন বিক্রেতাসহ বিভিন্ন মামলার গ্রেফতার ৪

দৈনিকসিলেট ডেস্ক :
মুজিবনগরে হেরোইন বিক্রেতাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হযরত আলীর ছেলে বিপ্লব হোসেন, আব্দুস সালামের স্ত্রী ইরানি সুলতানা, আনন্দবাস গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সলিম উদ্দীন ও আনন্দবাস গ্রামের আরজুল্লাহর ছেলে জুলফিকার মল্লিক।
ওসি মেহেদী রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ জুলফিকারকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের পৃথক টিম একই গ্রামে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
আটক জুলফিকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।