সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জে মানববন্ধন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:
যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে জামালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাব সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মো: মহসিন কবির, নির্বাহী সদস্য দিল আহমদসহ সুশীল সমাজের অনেক ব্যাক্তিবর্গ। মানব বন্ধনে বক্তাগণ বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে যমুনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম সন্ত্রাসীদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
গত ২৮ এপ্রিল সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করেন তিনি। সেই প্রতিবেদনে টনক নড়ে প্রশাসনের। পরবর্তীতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেন, গত ৪ এপ্রিল সরেজমিনে তদন্তকালে ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামকে সহযোগিতার আহ্বান জানায় কমিটি। প্রশাসনের আহ্বানে আমিনুল ইসলাম ঘটনাস্থলে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেকের সামনেই তাকে দেখে নেওয়ার হুমকি দেন সংক্ষুব্ধরা।
কিছুক্ষণ পরে ফেরার পথে সদর উপজেলা পরিষদের সামনে একদল সন্ত্রাসী আমিনুলকে মারধর করেন। এসময় সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা নিতে গেলে ফের হামলার আশংকার কারণে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বক্তারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে সুরক্ষা প্রদান করতে প্রশাসনের প্রতি দাবী জানান।