১৭নং ওয়ার্ডে রাসেদ আহমদের সমর্থনে উঠান বৈঠক

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাসেদ আহমদ আগামী নির্বাচনেও প্রার্থী হতে যাচ্ছেন। এ লক্ষ্যে তার সমর্থনে রবিবার (৭ মে) রাতে প্রথম উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাত ১০টার দিকে মহানগরের ১৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কাজিটুলা এলাকার মক্তবগলির আব্দুর রহমান বাদশার বাড়িতে এ উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান বাদশার সভাপতিত্বে ও মখলিছুর রহমান বাবলুর পরিচালনায় এ উঠানবৈঠকে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
এসময় তারা বিগত ৫ বছরে ১৭ নং ওয়ার্ডে ধারাবাহিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাউন্সিলর রাসেদ আহমদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও তারা উঠানবৈঠক আগত জনসাধারণকে ফের রাসেদকে নির্বাচিত করতে ভোট প্রদানের আহ্বান জানান।
কাউন্সিলর রাসেদ তার বক্তব্যকালে বলেন- ‘পাঁচ বছর আগে ওয়ার্ডবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে নগরভবনে গিয়ে ৫টি বছর আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আগামী নির্বাচনেও আপনাদের ভালোবাসায় বিজয়ী হয়ে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই। এ ৫ বছর আমার কাজে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন তবে আশা করি- আগামী ২১ জুনের নির্বাচনেও আপনাদের ভালোবাসা দিয়ে ব্যালট বাক্স পরিপূর্ণ করে দিবেন।’
উঠানবৈঠকে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সেলিম, সামছুল আলম, আবদুর রউফ, লায়েছ উদ্দিন আহমদ লাকি, আব্দুল কবির কিবরিয়া, লাল মিয়া, মো. আবদুল আজিজ নুনু, আবদুল হানিফ বাবুল, সোলেমান খান, কাইয়ুম বক্ত, নুরুল আলম চৌধুরী ছানা, আবদুল মালিক ও মিনহাজ উদ্দিন।
এছাড়াও মক্তবগলি এলাকার বিভিন্ন স্তরের নারী, বিশিষ্টজন ও যুবসমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।